সাভার (ঢাকা): এসএসসি ২০২২ এর ব্যাচের সিলেবাসে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে সাভারের আশুলিয়ায় মহাসড়কগুলো দফায় দফায় অবরোধ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক সড়ক থেকে সড়িয়ে দিলে ঘুরে আরেক সড়কে গিয়ে অবরোধ করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুর একটার দিকে জাতীয় স্মৃতিসৌধের সামনে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সড়িয়ে দিলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এসে বসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
বিক্ষোভে আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমিন ক্যাডেট একাডেমি, এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল, মাতাব্বর মুজিব স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, করোনা ভাইরাসের কারণে এসএসসি ২০২২ এর ব্যাচের শিক্ষার্থীরা তেমন পড়াশোনা সুযোগ পায়নি। ইতোমধ্যেই তাদের সিলেবাসে ৩০ পারসেন্ট কমানো হয়েছে। যা অল্প সময়ে পড়াশোনা করে শেষ করা অসম্ভব। তাই সিলেবাসে ৭০ পারসেন্ট কমিয়ে ৩০ শতাংশ করার দাবিতে তারা মহাসড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। বেলা ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে পুলশি এসে তাদের সরিয়ে দিলে নবীনগর-চন্দ্রা সড়কে এসে অবরোধ করে তারা।
লিমন নামের এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, আমরা করোনার সময় পড়াশোনা করিনি। আমাদের সিলেবাসে ৩০ শতাংশ কমানো হলেও তা যথার্থ নয়। আমারা ৭০ পাসের্ন্ট কম চাই।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরিয়ে দিলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গিয়ে তারা অবস্থান করে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সড়িয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনটি