ঢাকা: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও শুক্রবার (৩ ডিসেম্বর) পালিত হবে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, করোনা মহামারি পরবর্তী টেকসই বিশ্ব গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব বিবেচনা করে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে।
এতে আরও জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশব্যাপী এ দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপগুলো সজ্জাকরণ এবং ভার্চ্যুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এ দিবসটি উদযাপন করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
জিসিজি/আরআইএস