ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়িতে রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়িতে রেলমন্ত্রী

নীলফামারী: নীলফামারীর বউবাজারে ট্রেনের ধাক্কায় নিহত তিন ভাইবোন ও যুবকের বাড়িতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে মন্ত্রী নিহতের বাড়িতে যান এবং সমবেদনা প্রকাশ করেন।

মন্ত্রী নিহতদের শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দেন এবং আর্থিক সহায়তা করেন। পরে বউবাজারে পাশে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রী বক্তব্য দেন।  

রেলমন্ত্রী বলেন, আগে রেলকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে রেলের কোনো কাজ হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে।
 
কুন্দপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার, কুন্দপুকুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরীসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালু হয়েছে। এ পথে দ্রুতগতিতে ট্রেন চলাচল করবে। এ কারণে রেললাইনের ধারে বাড়িঘর সরিয়ে নিতে হবে।  

দুর্ঘটনাস্থলে রেল ঘুন্টি নির্মাণ, ব্রিজ প্রশস্তকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে রেলের পক্ষ সহযোগিতার আহ্বান জানিয়ে একটি আবেদনপত্র মন্ত্রীর হাতে দেওয়া হয়। মন্ত্রী নিহত ৩ শিশুর পরিবারকে ৫০ হাজার ও উদ্ধার কাজে এগিয়ে আসা নিহত যুবকের পরিবারকে ২০ হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে দেন।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বউবাজার এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী খুলনা মেইল ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ মারা যান চারজন। তারা হলেন আট বছরের লিমা আকতার, ছয় বছরের শিমু আকতার, তিন বছরের মোমিনুর রহমান ও ৩০ বছর বয়সী শামীম হোসেন। এ ঘটনায় তিন সন্তান হারানো বাবা রেজওয়ান হোসেনকে ৩০ হাজার এবং শামীম হোসেনের স্ত্রীকে ২০ হাজার টাকা দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা প্রশাসন নিহত তিন শিশুর পরিবারকে ২৫ হাজার নিহত শামীমের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।