টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, টাঙ্গাইলবাসীর জন্য এক অবিস্মরণীয় দিন আজ। আজকের দিনে আমরা হানাদারদের পরাস্ত টাঙ্গাইলকে দখল মুক্ত করি।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে হানাদার মুক্তদিবস উপলক্ষে ‘বিজয় ৭১ সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সখীপুরের বহেড়াতৈল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ, টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, সখীপুর পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ডেসকোর পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি