ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ট্রলারডুবি: ৩ জেলে জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
চরফ্যাশনে ট্রলারডুবি: ৩ জেলে জীবিত উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরে নিখোঁজের ছয় দিনপর ৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত হতে পেরেছে তাদের পরিবার।

এরআগে, গত ৬ ডিসেম্বর ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হলেও নেটওয়ার্ক জটিলতার কারণে উদ্ধারকৃতরা তাদের পরিবারেরর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সেকান্দার বেপারীর ছেলে মো. শাহিন, আবদুল্লাহপুর ইউনিয়নের খালেক, চরমানিকা ৭ নম্বর ওয়ার্ডের মৃত হানিফ মুন্সীর ছেলে হারুন।  

উদ্ধার হওয়া জেলে শাহিনের বাবা সেকান্দার ওরফে সিডু মাঝি বাংলানিউজকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে ০১৭৬৮০৯৯৭৩৫ নম্বর থেকে তার ছেলে শাহিন ফোন করে জানান চট্টগ্রামের বাঁশখালির ট্রলার ‘এমবি সাকিব’ তাদের উদ্ধার করেছে। তবে তারা এখনো বাড়িতে ফিরে আসেনি। তবে তারা সুস্থ আছেন।

ওই ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন- বাচ্ছু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদ, বাচ্চু, নুরুল ইসলাম, নুরে আলম, আবুল বাসার, সুমন, দীন ইসলাম, নাগর মাঝি, মো. আলী, মিজান। এসব নিখোঁজ জেলেদের সন্ধান না পেয়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, জেলে উদ্ধারের খবর আমরা পেয়েছি।

এদিকে জেলে উদ্ধারের ঘটনায় জেলে পরিবারে স্বস্তি ফিরে এলেও নিখোঁজদের পরিবার এখনও আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

গত ৫ ডিসেম্বর রাতে সাগরে মাছ ধরা শেষ করে ফেরার পথে অপর একটি ট্রলিং জাহাজের ধাক্কায় ২১ মাঝি নিয়ে চরফ্যাশনের কামাল খন্দকারের একটি ট্রলার ডুবে যায়। তখন এক জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ২০ জেলে। সর্বশেষ আরও ৩ জন উদ্ধার হলো। এখনও ১৭ জেলের সন্ধান মেলেনি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।