ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নারী শিক্ষার উন্নয়নে বেতার সংলাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কক্সবাজারে নারী শিক্ষার উন্নয়নে বেতার সংলাপ

কক্সবাজার: কক্সবাজারে নারী শিক্ষার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘নারী শিক্ষার প্রসারে ঝরে পড়া প্রতিরোধে করণীয় বিষয়ক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্র স্থানীয় একটি হোটেলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম এর জাতীয় প্রকল্প পরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব  মো. আনছার আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার  নুরুল আবছার, ইউনিসেফ কক্সবাজার ফিল্ড অফিসের এডুকেশন ম্যানেজার চার্লস আলভেনা, সিফরডি স্পেশালিস্ট জার্জিনা মাতেঙ্গা, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতারা, অভিভাবক, স্কুল পরিচালনা পর্ষদের সদস্যরা ও সাধারণ উপকারভোগীরা।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।