ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে পাবনা-নাটোর মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সড়ইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- ঈশ্বরদী সড়[ইকান্দি ফতেপুর গ্রামের মৃত আফের সরদারের ছেলে সেলিম সরদার (৩৫),নাটোরের লালপুর উপজেলার তিলকপুর গ্রামের আব্দুল গনির ছেলে রাকিব উদ্দিন (৩৬)।

পাকশী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার বাংলানিউজকে জানান, সকালে মাল বোঝাই একটি কাভার্ডভ্যান মুলাডুলি থেকে পাবনার ঈশ্বরদী দাশুড়িয়া অভিমুখে আসার সময় মুলাডুলির সড়ইকান্দি এলাকায় বিপরিত দিক থেকে আসা ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়।

এসময় কাভার্ডভ্যানের চালক কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।