ঢাকা: রাজধানীর বংশাল আলু বাজারে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন ৩ জন।
এছাড়াও সেগুনবাগিচায় ডার্ক লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত দেড়টার দিকে আলুবাজার বড় মসজিদের পাশে একটি ৪ তলা বাড়ির নিচ তলায় আগুনের ঘটনা ঘটে। আহতদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন- রাজমিস্ত্রি কামাল হোসেন (৩৫), তার স্ত্রী গৃহপরিচারিকা সেলিনা আক্তার (৩০) ও তাদের মেয়ে বন্যা (৭)।
এ ঘটনায় আহত হয়েছেন আমিনুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শিলা (২২), আরিফা (৬) ও আসাদুল্লাহ (৪), মারুফ হোসেন (১২)।
এদিকে দগ্ধ কামালকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ কামাল ময়মনসিংহ গৌরিপুর উপজেলার রাম গোপালপুর গ্রামের সেকান্দারের ছেলে। তার স্ত্রী ও মেয়ে আলুবাজারের ওই বাসায় ভাড়া থাকলেও তিনি গ্রামে থাকতেন।
তার স্ত্রী সেলিনা আক্তার জানান, দুইদিন আগেই স্বামী কামাল গ্রাম থেকে ঢাকায় আসেন। রাতে যখন সবাই শুয়ে ছিলেন তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় রান্না ঘরে আগুন জ্বলতে দেখেন তারা। বিস্ফোরণে পাশের দেওয়ালও ধসে পড়ে। তারা রুমে আটকা পড়লে বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা জানালার গ্রিল ভেঙে তাদেরকে বের করেন। এসময় তারা আগুনে দগ্ধ হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক জানান, আলুবাজারের একটি ভবনের নিচ তলায় গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত দেড়টার সময় আমরা খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৫ ইউনিট রাত সাড়ে ৩টার সময় আগুন নেবাতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলের ওই বাড়িটির নিচ তলায় দেখা যায় ১হাজার স্কয়ার বর্গফুটে ৩টি রুম। সেখানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দেওয়ালের একটি কলম ভেঙে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। এই ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছ।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিস্ফোরণের পরপরই ওই বাড়ির দেওয়ালের কলমের কিছু অংশ ভেঙে গেছে। ঘটনার পর পরই আমরা সকাল পর্যন্ত সেখানে ছিলাম এবং এই ঘটনায় দগ্ধসহ বেশ কয়েকজন আহত আছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক জানান, গতরাতেই সেগুনবাগিচায় একটি ১৬ তলা ভবনের ৫তলা ডার্ক লাইন থেকে আগুন লাগে। রাত ২টায় লাগা এ আগুন ৭টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৩টার দিকে আগুন নেভায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুরান ঢাকায় ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এজেডএস/এনএইচআর