ঢাকা: দেশে সারের দাম নিয়ন্ত্রণে আগামী ১৫ দিন উপজেলা পর্যায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সার পরিস্থিতি নিয়ে শিল্প মন্ত্রণালয় ও সার ডিলারদের সাথে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোন ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত আছে। এর পরেও এক শ্রেণির অসাধু ডিলারের যোগ সাজসের কারণে কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছিলো।
তিনি বলেন, কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে দাম বাড়ালে ডিলারদের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। বেশি দামে সার বিক্রি করলে ডিলার ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা। এজন্য বৈঠক থেকে আমরা সিদ্ধান্তে নিয়েছি আগামী ১৫ দিন মোবাইল কোর্ট পরিচালনা করবো।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জিসিজি/এনএইচআর