ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাউন্সিলর তরিকুল হত্যা: প্রধান আসামিসহ ৪ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
কাউন্সিলর তরিকুল হত্যা: প্রধান আসামিসহ ৪ জন কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর মো. তরিকুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ নেতা শাহাদাত হোসেন বুদ্ধিনসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলী) আদালতের বিচারক মোহাম্মদ বেলাল হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারীরা হলেন- মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার  ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বুদ্দিন, রবিউল ও সোহাগ। অপরজনের নাম জানা যায়নি।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে শাহাদাৎ হোসেন বুদ্দিনসহ চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেনের সমর্থকরা তার ওপর হামলা চালান। এসময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল ইসলাম শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

এ ঘটনায় পরদিন ৩২ জনের নামসহ আরও ৪০ থেকে ৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করেন তার ছেলে হৃদয় খান।

ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি শাহাদাৎ হোসেন বুদ্দিন পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এনএইচাআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।