মাগুরা: মাগুরা সদর উপজেলায় বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাউলিয়া ইউনিয়ন পাজাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলামনবি (৬৫) ও বাবু বিশ্বাস (৫৫)। এরা চাঁদপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, গঙ্গারামপুর থেকে ছেড়ে আশা যাত্রীবাহী বাসে ওঠেন যাত্রীরা। পথিমধ্যে পাজাখোলা এলাকা আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আসলাম বিশ্বাসের মুদি দোকানে আঘাত করে উল্টে যায়।
পরে স্থানীরা ও দমকলবাহিনীর সদস্যরা এসে যাত্রীদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাবের ডাক্তার অমর প্রসাদ দুইজনকে মৃত ঘোষণা করেন।
মাগুরা দমকলবাহিনীর স্টেশন অফিসার মো. লিটন শেখ বলেন, মাগুরা গঙ্গারামপুর রোডে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়া উল্টে যাওয়া বাসটি রাস্তা থেকে সরানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, পাজাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এনএইচআর