ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
মাদারীপুরে ভাতিজার হাতে চাচা খুন ওয়াহিদ।

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ওয়াহিদ তালুকদার (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের ছেলের বিরুদ্ধে।  

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।

নিহত ওয়াহিদ মধ্য পেয়ারপুর এলাকার মোয়াজ্জেম তালুকদারের ছেলে।  

সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ মারধরের ঘটনা ঘটে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকার ওয়াহিদ তালুকদারের ছেলে রিয়াদের সঙ্গে চাচাতো ভাই আকবর তালুকদারের ছেলে সাব্বিরের কথা কাটাকাটি হয়। এর জেরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করা হয়। পরে সোমবার রাত ১১টার দিকে সাব্বির ও তার লোকজন ওয়াহিদের ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায় তারা।  

পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়।  

ওয়াহিদের মারা যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে।

নিহতের ছেলে রিয়াদ বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি। এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামীতে কেউ মানুষ খুন করার সাহস না পায়। নিহতের মেয়ে স্বর্ণা আক্তার বলেন, আমার বাবাকে সাব্বির খুন করেছে। তার ফাঁসি চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।