হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কর্মকর্তা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আবাসিক কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এনিয়ে উপজেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।
নারীদের উত্যক্ত করাকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয় বলে দাবি করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। তবে পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আমিনুর রহমান জানিয়েছেন, বাসার নিচে মোটরসাইকেল রাখা নিয়ে ঘটনার সূত্রপাত হয়।
জানা গেছে, উপজেলার আবাসিক কোয়ার্টারের একটি ভবনে স্বপরিবারে বসবাস করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। একই ভবনের আরেক ফ্ল্যাটে থাকেন পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আমিনুর রহমানসহ কয়েকজন। শনিবার সকাল ৯টায় উভয়ের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আমিনুর রহমান ফ্ল্যাটে ব্যাচেলর হিসেবে বসবাস করেন। বিভিন্ন সময় তিনি পানি নিতে আসা নারীদের উত্যক্ত করেন। ভবনটি থেকে ব্যাচেলর বাসা সারানোর জন্য আমি ইউএনওকে জানিয়েছি। এর জের ধরেই কথা কাটাকাটি হয়েছে।
অপরদিকে পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আমিনুর রহমান জানান, নারীদের উত্যক্তের অভিযোগটি সত্য নয়। বাসার নিচে মোটরসাইকেল রাখা নিয়ে বাক-বিতণ্ডার জেরে এই হাতাহাতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী বলেন, বিষয়টি দুঃখজনক, আমি দু’জনের সঙ্গেই কথা বলেছি। উভয়কে নিয়ে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করব।
বাংলাদেশ সময়:২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমএমজেড