ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকাকে ঘিরে পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
ঢাকাকে ঘিরে পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে

ঢাকা: ঢাকাকে ঘিরে গৃহীত নতুন পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে ঢাকা সমিতির প্রধান কার্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা ঢাকাকে ঘিরে অনেক নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে কিছু কার্যক্রমও শুরু হয়েছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে এসব পরিকল্পনা ঢাকাবাসীর কাছে দৃশ্যমান হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, একটি বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলতে ‘ঢাকা সমিতি’ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। ঢাকা সমিতির কার্যক্রম, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমরা ঢাকাবাসীর জন্য আরও পরিপূরক হিসেবে কাজ করতে পারবো।

মেয়র তাপস বলেন, ঢাকা সমিতি এতো ঐতিহ্যবাহী একটি সমিতি কিন্তু এতো বছরেও এ সমিতির নিজস্ব কোনো স্থাপনা বা জায়গা নেই। আমরা এ এলাকাকে ঘিরে একটা পরিকল্পনা করেছি। এখানে একটা খেলার মাঠ, মার্কেট, কাঁচাবাজার এরকম অনেক কিছু করার পরিকল্পনা করেছি। সেখানে ঢাকা সমিতি যেন দীর্ঘমেয়াদি বন্দোবস্তের আওতায় তাদের সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে আমরা সে রকম চিন্তা-ভাবনা করছি।  

ঢাকা সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা।

ঢাকা সমিতি আয়োজিত অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।