ঢাকা: বাংলাদেশের প্রবীণ নাগরিকদের সংগঠন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের ২০২২-২০২৩ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মু. মুখলেসুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুজ্জামান চপল।
গত ১১ ডিসেম্বর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ফোরামের রেজিস্টার্ড সদস্যরা যোগদান করেন। সভায় ফোরামের নির্বাচিত কমিটি গঠন করা হয়।
সহ-সভাপতি পদে মো. মোখলেসুর রহমান ও ফেরদৌস আরা বেগম, সহ-সাধারণ সম্পাদক পদে কাজী এইচ কে আসাদ, অর্থ সম্পাদক পদে প্রকৌশলী উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. খুরশেদুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আখতার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী এস ও এম কলিম উল্লাহ, প্রচার সম্পাদক শুভাশিষ ভৌমিক, স্বাস্থ্য সম্পাদক ডা. নজরুল হক, সমাজকল্যাণ সম্পাদক মো. মাহবুবুল হক, মহিলা সম্পাদক দৌলতুন্নেছা লীনা এবং ক্রীড়া সম্পাদক এনামুল হাকীম নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যরা হলেন—নূরুল করিম খসরু, জ্যোতির্ময় ত্রিবেদী, নিরেন চন্দ্র বণিক, ডা. হারুন রশিদ, মাযহারুল হক, হাফিজুর রহমান ময়না, মো. জুলফিকার হোসেন, ড. মুহম্মদ শাহজাহান, আবু আনিস সুলতান মামুন, ফেরদৌসী মজুমদার, নিসফার আখতার এবং কাজী দিলরুবা আলম জেফু।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমআইএইচ/এমজেএফ