ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় বিকাশ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় বিকাশ কর্মী নিহত ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় রাসেল হোসাইন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার সময় ওই উপজেলার শীতলী মসজিদ এলাকার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা বিকাশ কর্মী বলে জানা গেছে।

নিহত রাসেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের জিরে মণ্ডলের ছেলে।   আহত ব্যক্তির নাম রমজান আলী (৩২)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার দৌগাছি গ্রামের বাসিন্দা।
 
ঝিনাইদহ বিকাশ এজেন্টের প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব হোসেন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশের টাকা লেনদেন করে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরে ফিরছিলেন রাসেল ও রমজান। পথে শিতলী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আলী। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।