ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১২ হাজার ইয়াবাসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
১২ হাজার ইয়াবাসহ আটক ৩  আটক তিনজন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শিরিন আক্তার।

 

আটকরা হলেন- সিংগাইরের জয়মন্টপ ইউনিয়নের চরদুর্গাপুর এলাকার বাসিন্দা রমজান (৪২), কক্সবাজার জেলার লম্বাগুনা এলাকার শামসুল আলমের ছেলে ওসমান সরোয়ার আলম ওরফে আকিল (২২) ও কক্সবাজার টেকনাফ থানার কাইকিনিপাড়া এলাকার মৃত মাহমুদ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন (২৪)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জয়মন্টপ ইউনিয়ন এলাকা থেকে ওসমান ও গিয়াসকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়মন্টপের চরদুর্গাপুর এলাকায় রমজানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ইয়াবাসহ রমজানকে আটক করা হয়। আটক এই তিন জনের নামে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।