ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৩০০ জনকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
ফরিদপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৩০০ জনকে আসামি করে মামলা

ফরিদপুর: ফরিদপুরে আলোচিত বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে অন্তত ৩০০ ব্যক্তিকে।

ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ ও করিমপুরের এক ভবন মালিক নান্নু শেখ বাদী হয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মামলা দুটি করেন।

মামলা দুটির একটিতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।  

থানা সূত্রে জানা যায়, একটি মামলায় কর্তব্যরত পুলিশের ওপর হামলা, থানা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।


অন্যটিতে করিমপুর হাইওয়ে পুলিশ ভবনটি যে বাড়িতে অবস্থিত সেই বাড়ির মালিক নান্নু শেখের ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও ভাড়ায় চালিত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করার অভিযোগে মামলা করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

রোববার (১২ ডিসেম্বর) ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের। তবে অনুমতি না নেওয়ায় মাহফিল বন্ধ করে দেয় প্রশাসন। এতে উত্তেজিত জনতা কানাইপুরের করিমপুর হাইওয়ে থানায় হামলা চালায় এবং কিছু যানবাহন ভাঙচুর করে।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।