ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ ফাইল ছবি

ঢাকা: দেশের জীববৈচিত্র্য, পাখি ও বণ্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবে জাতীয় শুটিং ফেডারেশনের নিবন্ধিত শুটিংক্লাব ও বনাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী এ নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত থাকবে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, দেশের জীববৈচিত্র্য, পাখি ও বণ্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৪৯ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শর্ত থাকে যে, জাতীয় শুটিং ফেডারেশনের নিবন্ধিত শুটিংক্লাব ও বনাঞ্চল সন্নিহিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী তাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে এ নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।