ফরিদপুর: ফরিদপুরে ১০৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদকে সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়।
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন এবং এক আলোচনা সভা শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান।
সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হেলাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআরএস