সিলেট: সিলেটে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তুরুন নেছা (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মাশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তুরুন নেছার একাই একটি ঘরে থাকতেন। মঙ্গলবার রাতে হঠাৎ করে বৃদ্ধার ঘরে আগুন লাগে। এ সময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘরের ভেতর থেকে বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের বরাত দিয়ে দমকল বাহিনীর কর্মীরা জানান, বৈদ্যুতিক বাতির সঙ্গে কেরোসিনের বাতি জ্বালিয়ে রাখতেন। ধারণা করা হচ্ছে, ওই বাতি থেকেই আগুন বিছানায় লাগে। পরে সেটি ঘরে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা টের না পাওয়ায় তিনি ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যান।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। তবে আগুন লাগার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনইউ/কেএআর