নরসিংদী: মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদীর বেলাবতে ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার ধুকুন্দী ক্যাডেট কোর উচ্চ বিদ্যালয়ের দেয়ালের এ চিত্র উদ্বোধন করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন।
বিদ্যালয়ের দেয়ালগুলোতে ১৯৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেয়ালচিত্রকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং ওই বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, ধুকুন্দী ক্যাডেট কোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল হক এবং ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদ বলেন, আমাদের বর্তমান ও আগামী প্রজন্মকে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর ও স্মরণের অভিপ্রায় থেকেই আমাদের এ উদ্যোগ। তারা দেয়াল চিত্রের মাধ্যমে বাঙালি জাতির মহান ইতিহাস সহজেই জানতে পারবে এবং নিজেদের সেই আদর্শে গড়ে তুলতে পারবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, এটি উপজেলার জন্য এক অনন্য উদ্যোগ। এতে করে শুধু বিদ্যালয়ের দেয়ালই নান্দনিক হবে না বরং ছাত্র-ছাত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জানার চর্চা হবে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআই