বরিশাল: বরিশালে ডেঙ্গু পরীক্ষার জন্য সরকার নির্ধারিত মূল্যের থেকে তিনগুণ বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, একজন গ্রাহক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।
তাই অভিযোগ প্রমাণিত হওয়ায় ল্যাবএইডকে জরিমানা করা হয়েছে এবং অভিযোগকারী গ্রাহককে ই প্রণোদনার মাধ্যমে জরিমানাপ্রাপ্ত অর্থের ২৫ শতাংশ অর্থাৎ আড়াই হাজার টাকা নিয়মানুযায়ী দেওয়া হয়েছে।
এদিকে শুনানিতে ল্যাব এইডের প্রতিনিধিরা জানিয়েছেন, সফটওয়ার জনিত সমস্যার কারণে এমনটা হয়েছে। বিষয়টি জানার পর তারা সমস্যাটি ঠিকও করেছেন। তবে রোগী ও তাদের স্বজনরা বলছেন, ত্রুটির কারণে টাকার পরিমাণ বেশি আসলে সেটি তারা ম্যানুয়ালি ঠিক করে দিতে পারতো। তারা এভাবেই কৌশলে রোগীদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছিল, বিষয়টি সামনে আসায় এখন তারা অযুহাত দেখাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমএস/কেএআর