কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা বাজার এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে মো. ছিফত আলী (৪০), একই উপজেলার চৈতন্যপুর এলাকার মুস্ত মিয়ার ছেলে আবদুর রহিম (৩৫) ও দক্ষিণ বেজুড়া এলাকার রইচ আলীর ছেলে ও
প্রাইভেটকার চালক মো. আলম খান (৩২)।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জের নান্দলা বাজার এলাকায় একটি প্রাইভেটকারের গতি রোধ করা হয়। সে সময় গাড়িটিতে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা জব্দসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইলফোন ও মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটক তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআরএস