ঢাকা: রাজধানীর হাতিরঝিলের থিয়েটার হলে বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেতরে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ আহত হয়েছেন।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওসি আব্দুর রশিদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাতিরঝিল থানার ডিইউটি অফিসার অনাথ মিত্র জানান, বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিলের এম্ফি থিয়েটার হলে কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজও বিজয় দিবসের একটি অনুষ্ঠান চলছিল থিয়েটারে। অনুষ্ঠান চলাকালীন রাত ৯টার দিকে ভেতরে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হাতিরঝিল থানার ওসি ভেতরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই গ্রুপের ধাক্কাধাক্কিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ওসি এখন সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
পিএম/আরআইএস