ঢাকা: আগামী ৫০ বছরে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ আগ্রহের কথা জানান।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, আজ বাংলাদেশ বিজয়ের ৫০ বছর পালন করছে। আমরা আগামী ৫০ বছরের দিকে তাকাতে চাই। আগামী ৫০ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য, কূটনীতি, নিরাপত্তা, সংস্কৃতি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চাই।
বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা স্বাধীনতার সংগ্রামে ইতিবাচক ভূমিকা রাখে এবং 'BritBanglaBondhon' এর ভিত্তি স্থাপন করে। স্বাধীনতার ৫০ বছরের বিজয় দিবসে সেই ঘটনাগুলোও স্মরণ করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
টিআর/এসআই