ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫০ বছরেও নিশ্চিত হয়নি জনগণের মৌলিক অধিকার: রব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
৫০ বছরেও নিশ্চিত হয়নি জনগণের মৌলিক অধিকার: রব ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেসডি) নেতা আ স ম আব্দুর রব বলেছেন, ৫০ বছরে আমরা শুধু স্বাধীনতাই পেয়েছি। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি।

এখনও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত জনগণ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

আ স ম আব্দুর রব আরও বলেন, ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করছে। কিন্তু সরকার বলছে অর্ধেক ভাড়ার টাকা কোথা থেকে আসবে।  

তিনি আরও বলেন, জনগণের ট্যাক্স থেকেই এই টাকার যোগান দেওয়া যাবে। ট্যাক্সের টাকা কারো বাপের টাকা নয়। এই টাকা জনগণের।

জাতীয় সরকার গঠনের আহ্বান করে এ নেতা বলেন, ক্ষমতাসীনরা সব লুট করে করে নিয়েছে। স্বাধীন দেশে ভোট দেওয়া একটি গণতান্ত্রিক অধিকার। যারা ক্ষমতায় আছে তারা সব কেড়ে নিয়েছে। আজকে যারা লড়াই করে জনগণের অধিকার, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।