খুলনা: আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ ও সংগঠন।
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদ, শ্রম প্রতিমন্ত্রী, কেসিসি মেয়র, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পদের কর্মকর্তা, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ।
পুষ্পমাল্য অর্পণ করছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।
পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনার পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।
স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন খুলনা শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬ , ২০২১
এমআরএম/জেডএ