ঢাকা: মহান বিজয় দিবসে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার সূর্য সন্তানদের। দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একে একে আইজিপি ড. বেনজীর আহমেদ, ডিমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অ্যাসোসিয়েশন এবং পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করেন বাঙালি পুলিশ সদস্যরা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লাখও প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
এবার বিজয়ের পঞ্চাশ বছর তথা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দিবসটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
পিএম/জেডএ