ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ধানের গাদায় আগুন, পুড়ল ১২ বিঘা জমির ধান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
দিনাজপুরে ধানের গাদায় আগুন, পুড়ল ১২ বিঘা জমির ধান 

দিনাজপুর: দিনাজপুর সদরে ধানের গাদায় আগুন লেগে ১২ বিঘা জমির সুগন্ধি ধান পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।  

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের ক্ষেতে গাদা করে রাখা সুগন্ধি জাতের কাটারি ধানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তার আগেই আগুনে পুড়ে যায় ধানের সাতটি গাদা। এতে ১২ বিঘা জমির চার লক্ষাধিক টাকার সুগন্ধি ধানও পুড়ে যায়।  

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওই গাদাগুলোর মধ্যে ওই এলাকার দিলিপ রায়ের আট বিঘা জমির ধান, রনজিত রায়ের দুই বিঘা জমির এবং জলধর রায়ের দুই বিঘা জমির ধান ছিল।  

ক্ষতিগ্রস্ত জলধর রায় বলেন, বিকেলে আগুন দেখেই আমরা ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। কীভাবে আগুন লেগেছে, তা জানি না। তবে শুনেছি দু’টি ছেলে নাকি আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে। বিষয়টি আমরা পুলিশকেও জানিয়েছি করেছি।  

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, সংবাদ পাওয়ামাত্রই আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।