টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের নয় ইউনিটের কর্মীরা।
এর আগে, বুধবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে বলেন, রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে হঠাৎ আগুনের লাগে। এ খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখিপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের নয় ইউনিটের কর্মীরা। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত হয়নি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এএটি