ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।  

সভায় বক্তারা বলেন, এখনো মুক্তিযুদ্ধবিরোধী একটি শক্তি নানাভাবে বাংলাদেশের অগ্রগামিতাকে থামিয়ে দিতে নানা পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওই অপশক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে যাচ্ছে, কিন্তু আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারছি না। যা অত্যন্ত দু:খজনক। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত তরুণ প্রজন্ম গড়ে উঠলেই যে লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন করা হয়েছিল, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।