লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সহিদুর রহমান শিপন (৩২) নামে এক যুবককে তুলে নিয়ে হাতুড়ি পেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে শিপনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন গ্রুপের লোকজন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছে আহত শিপন। তিনি পার্শ্ববর্তী বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
ঘটনার সময় আহত শিপনের সঙ্গে থাকা হাসান মাহমুদ বাংলানিউজকে বলেন, আমি আর শিপন ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়ার বাড়ির সামনে একটি মোটরসাইকেলে বসে ছিলাম। দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিযোগে প্রায় ৮/১০ জন লোক অতর্কিত এসে আমাদের ঘেরাও করে শিপনকে তুলে নিয়ে যায়। এ সময় তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। তারা শিপনকে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করে। আমরা গ্রামবাসী দলবদ্ধ হয়ে সেখানে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনার সঙ্গে ইয়াবা ব্যবসায়ী রিপনের অনুসারী আজাদ মেম্বার, দেলোয়ার, আমির, রুবেল, বাবলু জড়িত ছিলো বলে জানান তিনি।
হাসান জানান, সম্প্রতি রিপনের সঙ্গে শিপনের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে তাকে তুলে নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পার্বতীনগর এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করে রিপন। বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হলেও জামিনে বের হয়ে আসে। শিপনের সঙ্গে তার মাদক ব্যবসার কারবার রয়েছে। মাদকের অর্থের লেনদেন নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। গত কয়কদিন আগে তাদের দু'জনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। এর জের ধরে রিপন বাহিনীর সদস্যরা শিপনকে তুলে নিয়ে যায়।
জানতে চাইলে পার্বতীনগর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আমার বাসার সামনে থেকে শিপন নামে একজনকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি শুনেছি। তবে, কী কারণে নিয়েছে, তা জানতে পারিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শিপনকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে শুনেছি। তবে, কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে জড়িতদের গ্রেফতার করা হবে।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এএটি