ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আশিক হাওলাদার (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক ঝালকাঠি সদর উপজেলার শায়েস্তাপুর গ্রামের জামাল হাওলাদারের ছেলে। বর্তমানে উত্তরা ১১ নম্বর সেক্টরের নারিকেলতলা এলাকায় থাকতো। সেখানে কসমেটিকসের ব্যবসা করতেন।
আশিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বান্ধবী লাবণ্য আক্তার বাংলানিউজকে জানান, আশিক উত্তরা এলাকায় থাকেন। তিনি নিজে খিলগাঁও এলাকায় থাকেন। দুপুরে খিলগাঁও আসেন তার সঙ্গে দেখা করতে। সন্ধ্যার দিকে তারা খিলগাঁও বাগিচা এলাকা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আশিক।
লাবণ্য আরও জানান, স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশিক তার বন্ধু হয়। তার সঙ্গে দেখা করতেই খিলগাঁওয়ে আসছিলেন।
আশিকের বাবা জামাল হাওলাদার জানান, আশিক উত্তরায় তার বড় ভাই আরিফ হাওলাদারে সঙ্গে কসমেটিকসের ব্যবসা করতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এজেডএস/এএটি