ঢাকা: সদ্য সংস্কার করা রমনা কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি এই নতুন ভবন উদ্বোধন করেন।
এরপর বেলা ১১টায় ভারতের রাষ্ট্রপতি মন্দিরটি পরিদর্শন করেন এবং সেখানে পূজায় অংশ নেন। এ সময় তিনি মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ সময় উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুরে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতের রাষ্ট্রপতি দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৫ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৭ মার্চের গণহত্যার সময় রমনা কালী মন্দির ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০২১
টিআর/এনএসআর