ঢাকা: তিন দিনের সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বিদায় নেন তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকা থেকে বিদায়ের আগে শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনা কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করেন। তিনি মন্দিরে প্রার্থনা করেন। এ সময়ে তিনি মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে সংক্ষিপ্ত পরিসরে মত বিনিময় করেন। মন্দির পরিদর্শনকালে তার সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসেন।
সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নেন ভারতের রাষ্ট্রপতি।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৫ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঢাকায় আসেন।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
টিআর/এজে