কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যার মামলায় রিমান্ডে থাকা চার আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
এর আগে গ্রেফতার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক পরিমল দাস জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে পাঠানো হয়। রিমান্ডে থাকাকালে আসামিরা কাউন্সিলরসহ জোড়া খুনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বক্তব্য এবং পূর্বে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিদের বক্তব্য সমূহও যাছাই বাছাই করা হচ্ছে। আসামিদের পুনঃরিমান্ড বা জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করা হয়নি।
আসামিরা হলেন- মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. আশিকুর রহমান রকি, ৭ নম্বর আসামি আলম, ৮ নম্বর আসামি জিসান ও ৯ নম্বর আসামি মাসুম।
জানা যায়, জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের নামে হত্যা মামলা করেন।
গত ২২ নভেম্বর বিকেলে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় কাউন্সিলর সোহেলের ব্যবসা প্রতিষ্ঠান থ্রি স্টার এন্টারপ্রাইজে মুখোশ ও হেলমেটপরা অস্ত্রধারী সন্ত্রাসীরা ঢুকে তাকে ও তার সহযোগী হরিপদ সাহাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও পাঁচজন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরএ