ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে নারীদের নিরাপত্তায় পুলিশের কুইক রেসপন্স টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
ফেনীতে নারীদের নিরাপত্তায় পুলিশের কুইক রেসপন্স টিম ...

ফেনী: নারীর নিরাপত্তা ও অপরাধ নির্মুলে ফেনীতে এবার নারী পুলিশ সদস্যদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। ইতোপূর্বে পুরুষ সদস্যদের নিয়ে গঠিত কুইক রেসপন্স টিম পরিকল্পনার অংশ হিসেবে তা করা হয়েছে বলে জেলা পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নারীর নিরাপত্তায় ভূমিকা রাখবে এ বিশেষ টিম। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী  কার্যক্রম দমন, যেকোনো অপশক্তির সন্ত্রাসী কার্যক্রমরোধে  দ্রুত মাঠে যাওয়া এবং পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স টিম কাজ করবে।  

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, দক্ষ ও প্রশিক্ষিত এমন নারীদের নিয়ে গঠন করা হয়েছে দলটি।

পূর্বের ন্যায় দশ জনের সমন্বয় একটি টিম আপাতত গঠন করা হয়েছে। এ দলটি জেলায় ইভটিজিং রোধসহ নারীদের যেকোনো বিপদ থেকে রক্ষা করতে কাজ করবে। ইতোমধ্যে এই টিমের কার্যক্রম শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।