আগরতলা (ত্রিপুরা): ৮ দফা দাবিতে আগরতলায় মিছিল এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (সি আই টি ইউ)।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মেলারমাঠ এলাকার সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি শেষ হয় আগরতলা কাঁসারি পট্টি এলাকার শ্রমদপ্তরের অফিসের সামনে। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ও কমিশনারের হাতে তাদের ৮ দফা দাবি সনদ তুলে দেন।
দাবিগুলো হচ্ছে, জ্বালানি তেল রান্নার গ্যাস ইত্যাদির মূল্যবৃদ্ধি বন্ধ করে নিয়ন্ত্রণে রাখা। শ্রমিকদের মাসিক মজুরি ন্যূনতম ২৫ হাজার রুপি করতে হবে। কয়লার অভাবে ইটভাটা এবং চা কারখানা যাতে বন্ধ না হয় এদিকে সরকারের নজর দিতে হবে। সমস্ত অসংগঠিত শ্রমিকদের ই-কার্ড দিতে হবে ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসসিএন/কেএআর