ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়ে গবেষণা হওয়া উচিৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়ে গবেষণা হওয়া উচিৎ

চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, পানিতে পড়ে শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিৎ। পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি পরিবারের জন্য খুবই দুঃখজনক। পরিবারে মানবিক বিপর্যয় নেমে আসে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সমষ্টি আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন সচেতনতা। বর্ষা মৌসুমে এ ধরনের ঘটনা বেশি হয়। ছোট বয়স থেকেই শিশুদেরকে সাঁতার শিখাতে হবে। পানির খুবই নিকটে শিশুদের খেলাধুলা করতে দেওয়া যাবে না।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর পরিসংখ্যান তৈরি করা দরকার।

সিভিল সার্জন কার্যালয় আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ঈসা রুহুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক।

প্রশিক্ষণের সমন্বয়ক আলম পলাশ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

প্রশিক্ষণের জাতীয় স্থানীয় গণমাধ্যমের ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।