ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চলছে নাটকের মহড়া, বোরবার মঞ্চস্থ হবে ‘বধ্যভূমির শহর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
চলছে নাটকের মহড়া, বোরবার মঞ্চস্থ হবে ‘বধ্যভূমির শহর’

নীলফামারী: সত্য ঘটনার দৃশ্যপট নাটকে। মুক্তিযুদ্ধের নারকীয় হত্যাযজ্ঞের কাহিনী তুলে ধরা হয়েছে গোটা প্রেক্ষাপট জুড়ে।

‘বধ্যভূমির শহর’ একটি পরিবেশ থিয়েটার।  

রোববার (১৯ ডিসেম্বর) রাতে মঞ্চায়ন হবে নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট বধ্যভূমিতে। ঐতিহাসিক ওই বধ্যভূমিতে ৪৪৮ জন হিন্দু মাড়েয়ারীকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে প্রতারণা করে হত্যা করা হয়।

চারিদিকে উজ্জ্বল আলো, বধ্যভূমির খানাখন্দ জুড়ে একাত্তরের বিভিষিকার চিত্র। শুক্রবার রাতে ঘটনাস্থলে এমন দৃশ্য চোখে পড়ে। সৈয়দপুর শহরের ঘরে ঘরে ঢুকে পাকিস্তানি আর্মি ও তাদের দোসর বিহারীরা কিভাবে বাঙালি নিধন করেছিল মহড়ায় ওই মর্মান্তিক দৃশ্য ফুটে ওঠে। গত এক মাস ধরে চলছে গভীর রাত অবধি ওই নাটকের মহড়া। প্রায় ৩০০ কলাকুশলী অংশ নিচ্ছেন নাটকটিতে। ৯ মাসের যুদ্ধ, হত্যাযজ্ঞ, নারী ধর্ষণ এমন উপজীব্য নাটকটিতে। এছাড়া তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক নেতাদের ভূমিকা, গণআন্দোলন, বাঙালি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং হত্যাকারীদের দোর্দন্ড প্রতাপ নাটকটির চরিত্র চিত্রন।

সারাদেশে ৬৪টি জেলায় এই প্রথমবারের মতো গণহত্যার ওপর পরিবেশ নাটক মঞ্চায়ন হচ্ছে। ওই নাটক ভাবনা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর। তিনি রোববার (১৯ ডিসেম্বর) গোলাহাট বধ্যভূমিতে ‘বধ্যভূমির শহর’ নাটকটির উদ্বোধন করবেন। নাটকটিকে ঘিরে আলোচনা সভায় প্রধান অতিথি থাকছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জানহান উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।  মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ওই নাটকটি মঞ্চায়ন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।