ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় দুর্ঘটনার কবলে ফার্নেস অয়েলবাহী জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মোংলায় দুর্ঘটনার কবলে ফার্নেস অয়েলবাহী জাহাজ দুর্ঘটনা কবলিত জাহাজ এমটি মনোয়ারা

বাগেরহাট: বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় দুর্ঘটনায় ফার্নেস অয়েলবাহী ‘এমটি মনোয়ারা’ নামে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে  ‘রিক ওশান ওয়েভ’ (Wreck Ocean Wave) নামে একটি ডুবন্ত জাহাজের সঙ্গে  ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

এতে এমটি মনোয়ারার পানির ট্যাংক ছিদ্র হয়ে গেছে। তবে জাহাজটির তেলের ট্যাংকারগুলো এখনও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনা কবলিত জাহাজ পর্যবেক্ষণ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে  কোস্টগার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী। মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত জাহাজটিতে দেড় হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল রয়েছে। চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাই লিমিটেডের মালিকানাধীন জাহাজটি তেল নিয়ে খুলনার দৌলতপুর যমুনা তেল ডিপোতে যাচ্ছিল। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম থেকে জাহাজটি খুলনার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা হয়।

জাহাজের মালিক আবুল কালাম বলেন, ক্যাপ্টেন ফিরোজের সহযোগিতায় আমরা জাহাজটিকে খুলনার উদ্দেশ্যে পাঠাই। ঘটনাস্থলে ডুবন্ত জাহাজের মার্কিং না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।   দুর্ঘটনায় জাহাজের পানি সংরক্ষণের ট্যাংক ছিদ্র হয়েছে। আল্লাহর রহমতে তেলের কোনো ট্যাংকারের ক্ষতি হয়নি। একটি খালি জাহাজে কিছু তেল অপসারণ করে দুর্ঘটনা কবলিত জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। এজন্য একটি খালি জাহাজ পাঠানো হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন, বলেন, একটি ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তেলবাহী একটি জাহাজের একটি অংশ ফেটে গেছে। ক্ষদিগ্রস্ত অংশটিতে পানি ছিল। ওই জাহাজের তেলের ট্যাংকারগুলো এখনও স্বাভাবিক রয়েছে। আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা খালি জাহাজ পাঠিয়ে, কিছু তেল অপসারণ করে দুর্ঘটনা কবলিত জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেবে। তবে মোংলা বন্দরের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।