ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে

ঢাকা: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার জানিয়েছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে। যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে টাকা না দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুয়ালামাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান হাইকমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে। এটা হওয়ার পরে হাইকমিশন থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যারা মালয়েশিয়ায় আসতে চান, এটা চূড়ান্ত হওয়ার আগে কাউকে টাকা দেবেন না।

তিনি আরও বলেন, আমরা মর্যাদা ও নৈতিকতার ভিত্তিতে মালয়েশিয়ায় কর্মী নিয়ে আসতে চাই। সে কারণে এটা নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আমরা দীর্ঘ দিন আলোচনা করেছি। এখন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আপনারা সুসংবাদ পাবেন।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান গত সপ্তাহে জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।