মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর সেই স্বাধীন বাংলাদেশ এখন বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানস কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করেছে, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছ তারাই আবার দেশকে অস্থিতিশীল করে তুলতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের থেকে সাবধানে থাকতে হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল বিজয় র্যালি শেষে সমাপনী বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এ কথা বলেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
এর আগে, মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল বিজয় র্যালি শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বিজয় র্যালিতে নেতৃত্ব দেন।
প্রতিমন্ত্রী পত্নী মোনালিসা হোসেন বিজয় র্যালির অগ্রভাগে বিশাল একটি সুসজ্জিত জাতীয় পতাকা হাতে মহিলা আওয়ামী লীগের কর্মীরদের সঙ্গে যোগ দেন। মহিলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী এ বিজয় র্যালিতে যোগ দেন।
এর আগে, মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র র্যালি এসে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে সমবেত হন। র্যালিটি প্রধান সড়ক অতিক্রম করার সময় পুরো শহর জুড়ে যানজট সৃষ্টি হয়। র্যালিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংসঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি