ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

খুলনা: খুলনায় রাস্তার ধারে পড়ে থাকা ভারসাম্যহীন ভবঘুরে মিনারুলের (৭৫) ঠাঁই হয়েছে রাজধানী ঢাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে।   আন নাফি কল্যাণের পথের মাধ্যমে নতুন জীবন পেয়েছেন তিনি।

রোববার (১৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আন নাফি কল্যাণের মাধ্যমে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের কাছে সমাজ-সংসারহীন মিনারুলেকে তুলে দেওয়া হয়।

আন নাফি কল্যাণের পথের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এম এ সাদী বাংলানিউজকে বলেন,  গত ৮ ডিসেম্বর (বুধবার) খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠের পাশে কে বা কারা অসহায় বৃদ্ধ মিনারুলকে ফেলে রেখে যায়। পাশ ফেরার ক্ষমতাটুকু নেই তার। নিঃশ্ব লোকটিকে দেখে এলাকাবাসী আমাদের ফোন দেয়। আন-নাফি কল্যানের পথের টিম লিডার নাসিরুদ্দিনকে সঙ্গে নিয়ে আমি জরুরিভাবে সেখানে গিয়ে তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করি।

তিনি বলেন, এরপর স্থানীয় সমাজ সেবক শেখ মো. দেলওয়ার হোসেন ও এলাকাবাসীর সহায়তায় তাকে সবুজ সংঘ ক্লাবের পরিত্যক্ত একটি ঘরে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করি। সেখানে ১০ দিন তার নিয়মিত সেবা, পরিচর্যা ওখাবারের ব্যবস্থা এবং তার পরিজনদের খোঁজার চেষ্টা অনলাইনসহ নানাভাবে করতে থাকি। তিনি ভালোভাবে কথাও বলতে পারেন না। শুধু নামটা বলতে পেরেছেন। শেষে কোনো উপায় না পেয়ে রোববার (১৯ ডিসেম্বর) আমরা ঢাকার মানবিক দাদা মিলটন সোমাদ্দারের দাতব্য প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে তাকে হস্তান্তরের ব্যবস্থা করি। অসহায় এই বৃদ্ধের সেবায় যারা ছিলেন সবাইকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, পথের মানুষের নিরাপদ আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে দীর্ঘ কয়েক বছর ধরে এরকম পরিবারহীন, অসহায় ও অজ্ঞাত ব্যক্তির আশ্রয় মিলেছে।

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের ব্যবস্থাপক মিরাজ হোসেন বাংলানিউজকে বলেন, বয়সের ভারে ভালো করে কথা বলতে পারেন না মিনারুল। শরীরের উপর স্বাভাবিক নিয়ন্ত্রণ নেই। প্রসাব, পায়খানা আসলে বলতে পারেন না। আমরা তার চিকিৎসাসহ যাবতীয় ব্যবস্থার দায়িত্ব নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা,  ডিসেম্বর ১৯ , ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।