ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৬ ডিসেম্বর থেকে চলবে ‘ঢাকা নগর পরিবহন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
২৬ ডিসেম্বর থেকে চলবে ‘ঢাকা নগর পরিবহন’

ঢাকা: আগামী ২৬ ডিসেম্বর চালু হবে ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস রুট। রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল-কাঁচপুর হয়ে চিটাগাং রোড পর্যন্ত চলবে এই রুটের বাস।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, এরই মধ্যে এই রুটে যাত্রী ছাউনি এবং বাসবে’র কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। প্রায় ২১ কিলোমিটারের এই রুটে বাসভাড়া হবে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা। মোট ১০০টি বাস দিয়ে পরিচালিত হবে এই কার্যক্রম।

মেয়র জানান, প্রাথমিকভাবে উদ্বোধনী দিনে ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৬০ কর্মদিবসের মধ্যে বাকি বাসগুলোও যুক্ত হবে।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।