ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালদ্বীপকে ১৩ সামরিক যান উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
মালদ্বীপকে ১৩ সামরিক যান উপহার দিচ্ছে বাংলাদেশ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালে সফরের সময় মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন। সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেওয়া হবে।

উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ও তার স্ত্রী ফাজনা আহমেদ চলতি বছরের ১৭ মার্চ ঢাকা এসেছিলেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষায় তিন দিনের সরকারি সফরে মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও সই হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ১৯ ডিসেম্বর , ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।