মেহেরপুর: এলজিইডির উদ্যোগে ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর সদর উপজেলার উজলপুর সড়ক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে উজলপুর সড়ক উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদরউপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর এলজিইডির উদ্যোগে আইআরআইডিপি-তিন প্রকল্পের ৮৩ লাখ টাকা ব্যয়ে উজলপুরে তিন হাজার ১০০ মিটার সড়ক নির্মাণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআই