ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের কথা ভাবাও যায় না। বর্তমান প্রজন্ম ’৭৫ পরবর্তী ২১ বছর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ পায়নি।
রোববার (১৯ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষের অবদানের কথা তুলে ধরতে হবে। মুক্তিযোদ্ধাদের মানসিক প্রশিক্ষণ মাতৃভূমি থেকেই দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
এছাড়াও মুক্তিযুদ্ধের পর মাত্র সাড়ে তিন বছরে দেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন দুদক চেয়ারম্যান। দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সবার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, শুধু বক্তৃতা, বিবৃতি দিলেই চলবে না। আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের সাধারণ মানুষের যে অবদান ও আত্মত্যাগ রয়েছে তা স্বীকার ও স্মরণ করতে হবে। এতো ত্যাগ ও রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তার সুফল সব মানুষের দোরগোড়ায় পৌঁছানোর স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে দুদকের কমিশনারদ্বয়, সব মহাপরিচালক, পরিচালক, উপপরিচালকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসএমএকে/এনএসআর