ঢাকা: রাজধানীতে সবেমাত্র শীত পড়তে শুরু করেছে। তবে দোকানিরা শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর বাজারগুলোতে।
রোববার (১৯ ডিসেম্বর) সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শিশু-নারী-পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে দোকানগুলোতে।
গুলিস্তানসহ রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত মোড় থেকে শুরু করে সাইন্সল্যাব মোড় পর্যন্ত পুরো ফুটপাত হকারদের দখলে। বাদ পড়েনি ফুটওভার ব্রিজগুলোও। অন্যদিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচের সবগুলো স্থানে দোকান সাজিয়েছেন হকাররা।
এসব দোকানে মিলছে কম্বল, জ্যাকেট, সোয়েটার, মাফলার, কার্ডিগান, শাল, চাদর, হাতমোজা, কান টুপিসহ বিভিন্ন ধরনের গরম কাপড়। আর এগুলো পাওয়া যাবে বেশ কম দামেই।
কথা হয় গুলিস্তানে পরিবার নিয়ে শীতের পোশাক কিনতে আসা নাজনীন আক্তার নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বললেন, বাচ্চার জন্য গরম কাপড় কিনবো। বৃদ্ধ মায়ের জন্য হাতমোজা, পা মোজা। বেশি দামই হাঁকাচ্ছে দোকানিরা। তবে দরদাম করে নিতে পারলে বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে।
রাজধানীর চন্দ্রিমা ও গাউছিয়া মার্কেট ঘুরেও শীতবস্ত্রের বিকিকিনি দেখা যায়। কথা হয় আব্দুল কাদের নামে এক দোকানির সঙ্গে। তিনি জানান, শীতের শুরু হিসেবে বিক্রি সন্তোষজনক। মানুষজন আসতে শুরু করেছেন; কিনছেন।
শীতবস্ত্র কিনতে আসা সাইফুল ইসলাম নামে একজন জানান, শীত সবে শুরু হয়েছে। এখনি কাপড়ের যে দাম বেড়েছে শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে ফুটপাতের গরম কাপড়ও।
গুলিস্তানের ফুটপাতের দোকানদার মো. শাকিল বলেন, এখনও তেমন একটা শীত পড়েনি। তারপরও বিক্রি ভালোই হচ্ছে। তবে গত শীতে মানুষ যে দামে গরম কাপড় কিনেছে এবার তা পাবে না। কারণ গতবারের চেয়ে কাপড়ের দাম বেশি ধরছেন পাইকাররা।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এইচএমএস/কেএআর